নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য সপ্তাহে তিন দিন চলবে বাস ।
বুধবার (০৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আবদুল্লাহ-আল- মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবহন প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দাপ্তরিক জরুরি কার্যক্রম চালু রাখার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত করা যানবাহনগুলো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে তিন দিন (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) স্ব স্ব রুটে চলাচল করবে।
Discussion about this post