খেলাধূলা ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের ম্যাচে আসরে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাটসম্যানদের দাপটের পর বোলারদের নৈপুণ্যে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০১ রানের বড় ব্যবধানেই হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।
বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে রূপগঞ্জ। নাহিদুল ইসলাম, রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসানের বোলিং তোপে একে একে সাজঘরে ফেরেন দলটির ব্যাটসম্যানরা। মারত তিন ব্যাটসম্যান পান দুই অংকের দেখা। এর মধ্যে সর্বোচ্চ ১৬ রান আসে উইকেটরক্ষক জাকের আলীর ব্যাট থেকে।
বল হাতে ৩ উইকেট নিয়েছেন প্রাইম ব্যাংকের পেসার নাহিদুল। রুবেল ও নাঈম নিয়েছেন ২টি করে উইকেট। আর ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন শরিফুল ও মোহাম্মদ মিঠুন। এর মধ্যে শরিফুল ৩ ওভারে খরচ করেছেন মাত্র ৮ রান। নাঈম হাসান ৪ ওভারে ১৩ রান এবং সমান ওভারে ১৭ রান খরচ করেছেন রুবেল।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ২০ বলে ১২ রান করে বিদায় নেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল। তবে এরপর ৬৭ রানের জুটি গড়েন রনি তালুকদার ও আনামুল হক। রনি ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে বিদায় নিলেও ৪৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক আনামুল হক। এছাড়া মিঠুনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রানের ইনিংস।
বল হাতে ৩ উইকেট নিয়েছেন রুপগঞ্জের মুক্তার আলী। এছাড়া ১টি করে উইকেট গেছে মোহাম্মদ শহীদ ও নাবিল সামাদের দখলে।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংকের নাহিদুল ইসলাম।
এই নিয়ে ৭ ম্যাচের ৬টিতে জয় পাওয়া প্রাইম ব্যাংক পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমান ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পাওয়া রূপগঞ্জ আছে তালিকার দশম স্থানে।
Discussion about this post