অনলাইন ডেস্ক
সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে বেটা সংস্করণ ডাউনলোড বা ইনস্টলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ১২ বেটা। অ্যান্ড্রয়েডের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রুকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা।
রেকর্ড গড়ার কথা বললেও ব্রুক কোনো সংখ্যা প্রকাশ করেননি। ফলে আগের বেটা সংস্করণগুলোর ডাউনলোডের সাথে নতুন অপারেটিং সিস্টেমটির তুলনা করা সম্ভব হয়নি।
গত মে মাসে বেটা টেস্টিং পর্যায়ে প্রবেশ করে অ্যান্ড্রয়েড ১২। দীর্ঘদিন পর ইন্টারফেসে বড় ধরণের পরিবর্তন আনা হয় এই সংস্করণে, যাকে ‘ম্যাটেরিয়াল ইউ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। আর এই পরিবর্তনই নতুন সংস্করণটিতে সকলকে আগ্রহী করে তুলেছে।
শুধুমাত্র পিক্সেল ব্যবহারকারীরাই এই বেটা সংস্করণ ডাউনলোড করতে পারছেন এমন নয়। বেশকিছু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান আগের তুলনায় দ্রুতভাবে অ্যান্ড্রয়েড ১২ বেটা সংস্করণকে উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে। ফলে বেটা সংস্করণের রেকর্ড সংখ্যাটি আরও বৃদ্ধি পাবে।
Discussion about this post