শিক্ষার আলো ডেস্ক
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
গত ১০ জুন ২০২১-এ সিওলে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ডব্লিউইউআরআই প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকল্প প্রধান ও সিওল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মুন শ্বে-চ্যাং ইউল্যাবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ডব্লিউইউআরআই বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবনী কর্মসূচির মূল্যায়ন এবং সমাজের প্রকৃত মূল্যবোধ তৈরি ও ভবিষ্যতের কর্মসংস্থান সুযোগ দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতাকে পরিমাপের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
র্যাংকিংটি নিম্নলিখিত প্রতিটি বিভাগে গ্লোবাল শীর্ষ ১০০ ও শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত।
১. শিল্প ক্ষেত্রে প্রয়োগের সক্ষমতা।
২. উদ্যোক্তা।
৩. সামাজিক দায়বদ্ধতা। নীতিশাস্ত্র ও সততা।
৪. বিনিময় এবং সহযোগিতার জন্য শিক্ষার্থীদের গতিশীলতা ও উন্মুক্ততা।
৫. সংকট ব্যবস্থাপনা সক্ষমতা। এ বিভাগগুলোতে ইউল্যাব ‘সংকট বাবস্থাপনাতে’ ২৭তম, ‘উদ্যোক্তা চেতনায়’ ২৮তম ও ‘নৈতিক মান’ বিভাগে ৩৯তম স্থান করে নিয়েছে।
ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সামসাদ মুর্তজা ইউল্যাব পরিবারের এ ধারাবাহিক উন্নয়ন এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সফলতা ধরে রাখার প্রশংসা করে বলেন, এ র্যাংকিং বাংলাদেশের উচ্চশিক্ষায় বাস্তুশাস্ত্র পরিবর্তনের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধতাকেই প্রতিফলন করে।
এ র্যাংকিং করোনা মহামারিকে কার্যকরভাবে মোকাবিলা ও মানিয়ে নিতে ইউল্যাবের উদ্ভাবনী অনলাইন শিক্ষা এবং শেখার কৌশলগুলো ব্যবহারের প্রতিশ্রুতির যথাযথ বহিঃপ্রকাশ। ইউল্যাব অনলাইনে তার উচ্চমানের একাডেমিক প্রোগ্রামগুলো শিখিয়ে থাকে এবং এর সমস্ত শিক্ষার্থীর কাছে শিক্ষার ধারাবাহিকতা ও সামগ্রিক অর্থে সহজলভ্যতা নিশ্চিত করে থাকে।
Discussion about this post