অনলাইন ডেস্ক
উইন্ডোজ ১০ এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে । মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাতেও কোনো সেবা দেবে না।
অপারেটিং সিস্টেমটি নিয়ে সফটওয়্যার নির্মাতাদের এক কারিগরি সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়েছে।
অপরদিকে নতুন অপারিটেং আনতে আগামী ২৪ জুন আরেকটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়োজন করেছে মাইক্রোসফট। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে।
এর আগেই সম্প্রতি প্রকাশিত এক টিজারে ‘উইন্ডোজের পরবর্তী প্রজন্মের’ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মাইক্রোসফট বিল্ড সম্মেলনে তিনি বলেছিলেন, তিনি এখন পুরোপুরি নতুন, অত্যন্ত গোপন একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, যেটি শিগগিরই মাইক্রোসফট জনসমক্ষে আনবে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।’
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন—২০২৫ সালের পরও উইন্ডোজ ১০ টিকে থাকবে। নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরও কিছু সময় অবশ্যই মাইক্রোসফট তার ব্যবহারকারীদের দেবে। কারণ উইন্ডোজ ৭-এর ক্ষেত্রে এমনটি দেখা গেছে।
Discussion about this post