অনলাইন ডেস্ক
চীনের রোবটযান ‘ঝুরং’ মঙ্গলে দারুন সময় কাটাচ্ছে । লালগ্রহ থেকে সেলফিসহ বেশকিছু নতুন ছবি পাঠিয়েছে সেটি। আর এই সেলফিতে নিজের সাফল্যকে মেলে ধরেছে ঝুরং। খবর দ্য ভার্জ।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এক ব্লগ পোস্টে জানিয়েছে, সেলফি তোলার জন্য প্রথমে রোবটযানটি কিছুদূর গিয়ে একটি ওয়্যারলেস ক্যামেরা বসিয়েছে। এরপর পিছিয়ে গিয়ে নিজের ছবিটি তুলেছে।
ছবিতে ঝুরংয়ের পাশাপাশি রকেটচালিত ল্যান্ডিং প্ল্যাটফর্মও রয়েছে। এই প্ল্যাটফর্মে চড়েই মঙ্গলের বুকে নেমেছিরো ঝুরং। রোভার এবং প্ল্যাটফর্মে গণচীনের লাল পতাকা দেখা যাচ্ছে। রয়েছে বেইজিং অলিম্পিক মাসকটও।
প্ল্যাটফর্মের উপর থেকে নেয়া আরেকটি প্যানোরমিক ছবিতে ঢালু র্যাম্প দেখা যাচ্ছে। রয়েছে মঙ্গলে ঝুরংয়ের ঘুরে বেড়ানোর চিহ্নও।
অপর দুইটি ছবির মধ্যে একটিতে পূর্ব পাশের ছবি ও আরেকটিতে অবতরণস্থলে পড়ে থাকা সাদা প্যারাসুট, ব্যাকশেল দেখা যাচ্ছে।
উল্লেখ্য, গত মাসের ১৫ তারিখে মঙ্গলে অবতরণ করে ঝুরং। সেখানে ৯০ দিন পর্যন্ত থেকে বিভিন্ন তথ্য পাঠাবে রোভারটি। লালগ্রহে কখনো প্রাণের অস্তিত্ব ছিলো কিনা সেটি জানার চেষ্টা করবে এটি। একইসাথে সেখানকার আবহাওয়া, পরিবেশসহ বিভিন্ন খনিজের অনুসন্ধান করবে ঝুরং।
Discussion about this post