নিজস্ব প্রতিবেদক
পরীক্ষার পর প্রায় ৩ মাস পার হয়েছে ৪১তম বিসিএস প্রিলিমিনারি । কিন্তু করোনাসহ নানা কারণে বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি পক্ষে এখনও ফল প্রকাশ সম্ভব হয়নি।
রবিবার (১৩ জুন) কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ বলেন, ফল প্রকাশে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এটির কার্যক্রমও চলমান রয়েছে। তবে ফল প্রকাশে প্রায় এক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে জুলাইয়ের আগে সম্ভব নয়।
পিএসসি সূত্র বলছে, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের যেকোন সময় প্রিলির ফল প্রকাশ হতে পারে। যদিও চলতি মাসেই এই ফল প্রকাশের কথা ছিল।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রকোপের কারণে একটি বড় সময় পিএসসির কার্যক্রম শিথিল ছিল।
এ জন্য এই ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। পাশাপাশি একাধিক বিসিএস ক্যাডার, নন ক্যাডার নিয়ে কার্যক্রম চলছে। কর্মকর্তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। খুব শিগগিরই ফল দেয়ার জন্য চেষ্টা করছি ।
Discussion about this post