খেলাধূলা ডেস্ক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল অস্ট্রিয়া। নবাগত নর্থ মেসিডোনিয়া ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।
রোববার ‘সি’ গ্রুপে রোমানিয়ার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।
স্টেফান লাইনারের (১৮) গোলে অস্ট্রিয়া এগিয়ে যাওয়ার পর নর্থ মেসিডোনিয়ার হয়ে ২৮তম মিনিটে সমতা টানেন গোরান পানদেভ।
তবে বিরতির পর ৭৮তম মিনিটে মিচাইল গ্রেগোরিচ অস্ট্রিয়াকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে (৮৯) ব্যবধান বাড়ান মার্কো আর্নাতোভিচ।
এর আগে ইউরোয় দুইবার অংশ নিলেও কোনো ম্যাচ জয় পায়নি অস্ট্রিয়া। দুটিতে ড্র করেছিল, হেরেছিল চারটি। প্রতিযোগিতায় ছয় ম্যাচ খেলে জয়শূন্য থাকা একমাত্র দল তারাই। অবশেষে সপ্তম ম্যাচে এসে মিলল জয়ের দেখা।
Discussion about this post