নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টি করে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ কর্মসূচি বাস্তায়ন করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ১০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ৫০টি করে বৃক্ষরোপণ করার আদেশ দেয়। এতে বলা হয়, ১৫ জুন থেকে ৩০ জুনের মধ্যে ফলদ, বনজ, ভেষজ অথবা ফুলের চারা রোপণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জায়গা না থাকলে প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপণ করতে হবে। একইসঙ্গে রোপণ করা বৃক্ষ পরিচর্যা করতে হবে।’
সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানো হবে।’
Discussion about this post