নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। দ্রুত নিয়োগ পরীক্ষার এ ফলাফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশ করবে বলে জানা গেছে।
সম্প্রতি আদালত থেকে আড়াই হাজার নিবন্ধিত প্রার্থীকে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ দেয়ার নির্দেশনা দেয়া হয়। তা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ। তবে ঠিক কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে, তা স্পষ্ট করে জানাতে পারেননি এনটিআরসিএ-এর কর্মকর্তারা।
আদালতের নির্দেশনায় দেখা গেছে, রিটকারীদের নিয়োগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। মেধা তালিকা অনুযায়ী তাদের যোগদানের সুযোগ দিতে বলা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে এনটিআরসিএ।
এনটিআরসিএ-এর কর্মকর্তারা জানান, আদালত থেকে আড়াইহাজার নিবন্ধিত প্রার্থীকে নিয়োগ জন্য সুপারিশ করা হয়। সেখানে মেধাক্রম অনুযায়ী যোগদানের সুযোগ দিতে বলা হয়েছে। এ জন্য আগে রিটকারীদের নিয়োগ দিয়ে পরে তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশে সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আদালতের রায় সিনিয়র আইনজীবির মাধ্যমে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আদালতের নির্দেশনা দ্রুত সময়ের মধ্যে কীভাবে বাস্তবায়ন করে তৃতীয় ধাপের নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।’
Discussion about this post