নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব একাডেমিক পরীক্ষা আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরেই হবে।
তবে, পরীক্ষার আগে সংশ্লিষ্ট বর্ষের ক্লাস সম্পন্ন হতে হবে।
আজ মঙ্গলবার (১৫ জুন) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
তিনি বলেন, অর্ডিন্যান্স অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে আমরা সব পরীক্ষায় সশরীরে নেবো, যদি ক্লাস সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে পরীক্ষা কমিটির সভাপতি, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন এবং পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবেন। যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া যায়। পরীক্ষা কবে শুরু করবে সেটা বিভাগের এখতিয়ার।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, অসমাপ্ত পরীক্ষার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেই হয়েছে সশরীরে নেয়ার। অনলাইনে ক্লাস চলছিল, অনেক বিভাগের এখনো ক্লাস শেষ হয়নি। তাদের বলা হয়েছে অতিসত্বর শেষ করার জন্য। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো সশরীরেই নেয়া হবে।
Discussion about this post