খেলাধূলা ডেস্ক
আজ মঙ্গলবার(১৫ জুন) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও গেমস ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্বদাবা সংস্থার এশিয়া জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, জাকির আহমেদ, আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও মোঃ সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিানরত এ প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. সোহেল চৌধুরী, আন্তর্জাতিক মহিলামাস্টার রানী হামিদ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহান ও মোহাম্মদ আমিনুল ইসলামসহ ১২১ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।
Discussion about this post