খেলাধূলা ডেস্ক
১৯০৪ সালের পর প্রথম কোনো বিদেশি খেলোয়াড় হিসেবে রিয়ালের অধিনায়ক হতে যাচ্ছেন মার্সেলো। বিগত ১১৭ বছরে শুধুমাত্র স্প্যানিশ খেলোয়াড়দের হাতেই উঠেছে রিয়ালের অধিনায়কের আর্মব্যান্ড। ব্রাজিলিয়ান লেফট-ব্যাকের আগে সর্বশেষ এই কীর্তি ছিল গুয়াতেমালার ফেদেরিকো রেভুয়েলতোর দখলে।
রিয়াল মাদ্রিদে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন সার্জিও রামোস। স্প্যানিশ কিংবদন্তির বিদায়ের পর অধনায়কের শূন্যস্থান পূরণ করতে আসছেন ক্লাবের আরেক আইকন মার্সেলো।
তবে মার্সেলোর পক্ষে খুব বেশীদিন অধিনায়কের আর্মব্যান্ড পরা হচ্ছে না। কারণ ২০২২ সালের জুনে রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাছাড়া দলের একাদশেও এখন নিয়মিত সুযোগ হয় না তার। এরইমধ্যে তার পজিশনে নিয়মিত হয়ে গেছেন ফারল্যান্ড মেন্দি। ফলে আগামী মৌসুমের অধিকাংশ সময় এবং পরবর্তীতে নেতৃত্বে আসছেন আরেক অভিজ্ঞ ও পুরনো খেলোয়াড় করিম বেনজেমা।
এর আগে ২০১৫ সালে ইকার ক্যাসিয়াসের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর অধিনায়ক হিসেবে দীর্ঘ প্রায় ৬ বছরে টানা ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১২টি ট্রফি হাতে তুলেছেন রামোস।
Discussion about this post