শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা এবং ১১তম বেতন গ্রেড অনুসারে বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ।
শুক্রবার (১৮ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান হলে আয়োজিত বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এসময় তারা এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণেও দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিনিয়তই প্রতিষ্ঠানে উপস্থিত থাকি।
শিক্ষক-কর্মচারীদের প্রতিমাসে নিয়মিত বেতন-বিল প্রস্তুত করে ব্যাংক হিসাবে পাঠানো, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কাজ করা, রেজিস্ট্রেশন, উপবৃত্তি, ব্যানবেজ, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক তথ্য পাঠানো এবং বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পন্ন করি। দেশের সব স্তরের মানুষ এ করোনাকালে বিভিন্নভাবে সুবিধা পেয়েছেন। কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক কাজ করে আজও সুবিধাবঞ্চিত। চাকরিতে যোগদানের তারিখ থেকে অবসর গ্রহণ পর্যন্ত আমাদের বেতন গ্রেড পরিবর্তন হয় না।
তিনি বলেন, আমাদের চাকরি জীবনে নেই কোনো পদোন্নতি। ‘চাকরিবিধি ২০১২’ নীতিমালা অনুসরণ না করায় নেই কোনো কর্মঘণ্টা। আমাদের দেওয়া হয় না ওভারটাইম ভাতা, মানা হয় না ছুটির বিধি-নিয়ম। বর্তমানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমাদের সব কার্যক্রম করতে হয়। কিন্তু আমাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কম্পিউটারসহ অন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই।
বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি বলেন, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে শিক্ষক এবং তাদের বেতন গ্রেড বাড়ে, আমাদের সংখ্যা-বেতন গ্রেড পরিবর্তন হয় না। এমন অবস্থায় আমরা চরম হতাশায় দিন কাটাচ্ছি।বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ২০ থেকে ১১তম গ্রেডে বেতনের অনেক বৈষম্য রয়েছে, তা কমিয়ে আনতে হবে।
এ সময় শিক্ষক ইউনিয়ন পরিষদের সভাপতি আবুল বাশার হাওলাদার বলেন, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের যেকোনো দাবি আদায়ে পাশে আছি। সারাদেশে ১৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিন্তু অফিস সহকারীদের কোন ছুটি নেই। সারাক্ষণ থাকতে হচ্ছে প্রতিষ্ঠানে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণে ছিল অফিস সহকারীরা মানুষ, এরা আমলা নয়। তাই বেতনের পার্থক্য কমাতে হবে। শিক্ষকদের কাজের সময় নির্ধারিত কিন্তু অফিস সহকারী হিসেবে কাজের সময় নিধারণ করতে হবে। অতিরিক্ত কাজের জন্য বেতন ভাতা-প্রদান দিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আবুল বাশার হাওলাদার, আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু, সহ-সভাপতি জিয়া শাহীন, কার্তিক সরকার, নার্গিস নাহার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আপন, ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি শাহনাজ পারভীন প্রমুখ।
Discussion about this post