অনলাইন ডেস্ক
আইসিটিখাতকে যুক্ত করে টেলিকম ক্যাডারকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প স্থিতিকরণে প্রতিশ্রুতি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আগামী রোববার থেকেই এই কাজ শুরু করবেন তিনি।
শুক্রবার(১৮ জুন) বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপ ড. মুহাম্মাদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, আমি টেবিলের দুই প্রান্তেই আছি। তাই যৌক্তিক দাবি প্রদানে আইসিটি ক্যাডারের দাবিতে আমি শুরু থেকেই কাজ করে এসেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক এ কে এম আফতাব উল ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম মোশাররফ হোসেন।
বিসিএস কোষাধক্ষ্য ড. জিয়াউল লিখনের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল ইসলাম ভূঁইয়া।
Discussion about this post