নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে আবারও শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম।
শনিবার (১৯ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের টিউটোরিয়াল কক্ষে এই কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, আজ থেকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন শুধুমাত্র মেডিক্যাল শিক্ষার্থীদের দেওয়া হলেও রোববার থেকে সাধারণ মানুষের জন্য আরও দুটি বুথ বাড়ানো হবে।
প্রসঙ্গত, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে গত ৩১ জানুয়ারি। পরে ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি শুরু হয় টিকাদান কার্যক্রম।
Discussion about this post