নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (১৯ জুন) গণবিজ্ঞপ্তিসহ সম সাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, ১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের জুন মাসের মধ্যে নিয়োগ দিতে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটির উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করা হয়েছে।
আগামী সোমবার আপিলের শুনানি হতে পারে। এদিন স্থগিতাদেশ পেলে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত সচিব বলেন, গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এনটিআরসিএ যে আপিল করেছে আগামী সোমবার তার শুনানি হওয়ার কথা। ওইদিন আপিল বিভাগের স্থগিতাদেশ পেলে দুই/তিন দিনের মধ্যেই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।
মোমিনুর রশিদ আমিন বলেন, আমরাও চাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। কেননা শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে। এটি পূরণ করতে হলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতেই হবে। আর আমরা এই প্রক্রিয়া মেধার ভিত্তিতে করতে চাই।
রিটকারীদের নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ধরুন কেউ নিবন্ধন পরীক্ষায় ৪০ পেয়েছেন। নিয়োগ পাবার জন্য তিনি রিট করেছেন। তাকে যদি নিয়োগ দেই তাহলে যিনি নিবন্ধন পরীক্ষায় ৮০ পেয়েছেন তাকে বঞ্চিত করা হবে। এটি করলে আরও রিট হবে। তখন বিষয়টি আরও ঘোলাটে হয়ে যাবে। এজন্যই আপিল করা হয়েছে। আমরা আশা করছি আদালত স্থগিতাদেশ দেবে।
Discussion about this post