অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে। এ সময় আরও তিন হাজার ৬৪১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ রোববার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫২৮টি করোনা পরীক্ষাগারে ২২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। পরীক্ষায় আরও তিন হাজার ৬৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৮২ জনের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ২৭ জন। তাঁদের মধ্যে ৭১ জন সরকারি, আটজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও তিনজন বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত মোট নয় হাজার ৭১২ জন পুরুষ (৭১.৬৯ ভাগ) ও তিন হাজার ৮৩৬ জন নারী (২৮.৩১ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮২ হাজার ৬৫৫ জনে।
Discussion about this post