খেলাধূলা ডেস্ক
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন তাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এমএ হামিদের নামে প্রবর্তন করেছে ‘এমএ হামিদ সম্মাননা পুরস্কার’।
আর এ পুরস্কারের জন্য প্রথমবার ফেডারেশন মনোনীত করেছে ৬ জনকে। যারা বিভিন্নভাবে হ্যান্ডবল খেলার উন্নয়ন ও প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় পল্টন ময়দানস্থ হ্যান্ডবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের জন্য মনোনীতদের হাতে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।
২০২১ সালের জন্য মনোনীত ৬ জনের মধ্যে ২ জন সাবেক খেলোয়াড়, ২ জন সংগঠক এবং একজন করে কোচ ও রেফারি রয়েছেন।
যারা পুরস্কার পাচ্ছেন- সাবেক খেলোয়াড় জাহানারা বেগম, মং শা পুরে, সংগঠক হোসনে আরা খানম, ফরিদা আক্তার বেগম, কোচ নাজির আক্তার মুকুল ও রেফারি মতিউর রহমান দুলু।
Discussion about this post