খেলাধূলা ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) মঙ্গলবার (১ জুন) পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারে চট্টগ্রাম ফুটবল একাডেমি, ফতেয়াবাদ ৫-৪ গোলে হাটহাজারী খেলোয়াড় সমিতি ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের জুয়েল।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্লাহ।
উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আবু সরওয়ার চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাহেদুল হক খোকন, কার্যনির্বাহী সদস্য এম. নিয়াজ মোর্শেদ, তোফাজ্জল হোসেন ফোরকান, শাহেদুল আলম শাহীন, ইঞ্জিনিয়ার মুহিবুল হক, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক এম এ ছালাম, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, শেখ মোরশেদুজ্জামান, হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসেন মেহেদী, আবুল বশর, মো. ইব্রাহীম, মুন্না, আব্দুল হালিম, ইসমাঈল, বাসেকসহ আরও অনেকে।
Discussion about this post