নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমে বিভিন্ন বর্ষ বা সেমিস্টারে ভর্তি কার্যক্রম ও পরীক্ষার জন্য ফরম পূরণের কাজ শুরু করেছে ।আজ সোমবার (২১ জুন) রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাঠ্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি/পুনঃভর্তি শুরু হবে। তবে মাস্টার্স পাঠ্যক্রমে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ২৩ জুন থেকে শুরু হবে বলে জানানো হয়। তবে পরীক্ষার্থীদের ভর্তির ‘বিলম্ব ফি’ দিতে হবে না।
শিক্ষার্থীরা তাদের ভর্তি ও পরীক্ষার ফি অনলাইনে পরিশোধ করবে। তবে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফি ব্যতীত হল এবং বিভাগ/ ইনস্টিটিউটের যাবতীয় পাওনাদি পরীক্ষার পর পরিশোধ করতে পারবেন। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার ভর্তির বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বলেন, শিক্ষার্থীরা আমাদের দেয়া ওয়েবসাইটে গিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবে।
ভর্তির ফি জনতা ব্যাংকে জমা দিতে পারবে। তাছাড়া বিকাশ, রকেট, নগদ ইত্যাদিসহ প্রায় ৪০টি অনলাইন মাধ্যমে এই ফি-গুলো জমা দিতে পারবে৷ভর্তির বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে আপাতত শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। বাকি যেসব ফি হল কিংবা বিভাগ/ ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্কিত সেগুলো বিশ্ববিদ্যালয় খোলার পর পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা।
Discussion about this post