নিজস্ব প্রতিবেদক
করোনায় দীর্ঘ ১৫ মাস ধরে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।তাই পরীক্ষা ও নতুন সেমিস্টারে ভর্তি প্রক্রিয়াও থমকে আছে নানা জটিলতায়। তবে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বর্ষ বা সেমিস্টারে ভর্তি কার্যক্রম ও পরীক্ষার জন্য ফরম পূরণের কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার (২১ জুন) রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাঠ্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি/পুনঃভর্তি শুরু হবে। তবে মাস্টার্স পাঠ্যক্রমে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ২৩ জুন থেকে শুরু হবে বলে জানানো হয়৷
ভর্তি ও ফরম পূরণ ফি অনলাইনে পরিশোধ করার এই প্রক্রিয়ার মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রযুক্তিতে আরো এক ধাপ এগিয়ে গেল। যা ডিজিটালাইজেশনের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন মাইলফলকের ছোঁয়া বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ সোমবার রাত থেকে অনলাইনে এসব কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ও পরীক্ষার ফরম ফিল-আপ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
অনলাইনে ভর্তির জন্য যা লাগবে
বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০-অঙ্কের নিবন্ধন নম্বর প্রদান করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর বা মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
এসব তথ্য প্রদানের পর শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা ও ফরম পূরণের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা সব মোবাইল ব্যাঙ্কিং এবং ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে ভর্তি সংক্রান্ত ফি প্রদান করতে পারবে।
Discussion about this post