খেলাধূলা ডেস্ক
প্রাণঘাতী করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার পর এবারের টোকিও অলিম্পিক সময়মত অনুষ্ঠিত হতে পারবে কি না, তা নিয়ে তুমুল দুঃশ্চিন্তায় ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। তবে, সব বাধা-বিপত্তি পেরিয়ে এবার ঠিক সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক।
তবে এরই মধ্যে দর্শকদের জন্যও মিলেছে সু-খবর। করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যেই টোকিও অলিম্পিকের গ্যালারিতে দর্শক বসার সুযোগ করে দিয়েছে আয়োজক টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ।
করোনা মহামারির মধ্যে আগামী মাসেই শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। এই পরিস্থিতিতে স্টেডিয়ামগুলিতে দর্শক প্রবেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেওয়া হল, জাপানের স্টেডিয়ামগুলিতে মোট দর্শকাসনের ৫০ শতাংশকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে সবমিলিয়ে ১০ হাজার জন দর্শকই খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। এর বেশি কোনোভাবেই নয়। যদিও বিদেশি দর্শকদের জন্য নিষেধাজ্ঞা জারি থাকছে।
সোমবার অলিম্পিকের আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানেই জানানো হল, ‘করোনার মধ্যেই পাবলিক ইভেন্টগুলিতে সরকারের জারি করা নির্দেশ মেনে আসন্ন অলিম্পিকে স্টেডিয়ামগুলিতে ৫০ শতাংশ দর্শকের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক ভেন্যুতে দশ হাজার জন পর্যন্ত দর্শক প্রবেশ করতে পারবেন।’
তবে প্যারালম্পিকে কতজন দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত আগামী ১৬ জুলাই গ্রহণ করা হবে। যদিও আয়োজকদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, করোনার সংক্রমণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে স্টেডিয়ামগুলিকে দর্শক প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হতে পারে। সে ক্ষেত্রে বাকি প্রতিযোগিতা ‘ক্লোজড ডোর’-এ আয়োজিত হবে।
গেমসের সংগঠক, জাপান সরকার, টোকিও প্রশাসন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির বৈঠকের পরই এদিনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর।
এদিকে, গত বছর করোনা আবহে অলিম্পিক স্থগিত হওয়ার আগে এই প্রতিযোগিতার ৪.৪৫ মিলিয়ন টিকিট বিক্রি করে ফেলেছিলেন আয়োজকরা। এছাড়া প্রায় ১ মিলিয়ন প্যারা অলিম্পিকের টিকিটও বিক্রি হয়েছিল।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু স্টেডিয়ামে দর্শকসংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, তাই যাদের কাছে টিকিট রয়েছে তাদের মধ্যে লটারি করা হবে। যারা জিতবে তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন।
Discussion about this post