অনলাইন ডেস্ক
করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের ৭ জেলায় শুরু হয়েছে আজ থেকে কঠোর লকডাউন। ভোর ৬টা থেকে এসব জেলা থেকে কোনো যাত্রীবাহী যানবাহন ও লোকজনকে ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।
রাজধানীর প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩০ জুন পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
অপরদিকে যেসব কর্মকাণ্ড জরুরি পরিষেবা হিসেবে ধরা হবে সেগুলো হলো- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন; ত্রাণ বিতরণ, স্বাৃস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান; বিদ্যুৎ-পানি-গ্যাস/জ্বালানিসেবা; ফায়ার সার্ভিস, নদী বন্দর, টেলিফোন ও ইন্টারনেট; গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা ও অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা।
গতকাল লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউনের মধ্যে এ ৭ জেলায় মালবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া এর বাইরে যদি অন্য কোনো জেলা লকডাউন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করতে পারবেন।
করোনার সংক্রমণ রোধে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের জারি করা লকডাউন আগে থেকেই চলছে।
Discussion about this post