নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বর্ষে প্রথমবারের মতো অনলাইনে ভর্তি ও ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ জুন) রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা এ সেবা গ্রহণ করতে পারছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনলাইনে ভর্তির জন্য যা করতে হবে-
বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০-অঙ্কের নিবন্ধন নম্বর প্রদান করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর বা মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
এসব তথ্য প্রদানের পর শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা ও ফরম পূরণের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা সব মোবাইল ব্যাঙ্কিং এবং ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে ভর্তি সংক্রান্ত ফি প্রদান করতে পারবে।
Discussion about this post