নিজস্ব প্রতিবেদক
আগস্টে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে সমন্বিত সিনিয়র অফিসার, সাধারণ অফিসার ও অফিসার ক্যাশ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে কোন পদে কত জনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ বিষয়ে এখনো সঠিকভাবে জানায়নি বিএসসি কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২২ জুন) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদ্য সাবেক সদস্য সচিব আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
তিনি জানান, বেশ কিছু ব্যাংক তাদের জনবল নিয়োগের জন্য চাহিদাপত্র পাঠিয়েছে, তবে এখনও কয়েকটা ব্যাংক চাহিদাপত্র জমা দেয়নি। আশা করছি, যারা এখন জমা দেয়নি তারাও আগামী জুলাইয়ের মধ্যে জমা দেবে।
তিনি আরও জানান, আমি যেভাবে কাজ এগিযে রেখেছি, তাতে করে সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে নতুন সদস্য সচিব এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন।
কোন পদে কতজনের বিজ্ঞপ্তি আসতে পারে এ বিষয়ে আরিফ হোসেন খান বলেন, আলাদা আলাদা ব্যাংক থেকে জনবলের যে চাহিদাপত্র পাঠানো হয়, সেগুলো আমি দেখি না। যখন সব ব্যাংকের পদ একত্র করা হয় ,তখন আমি সেগুলো দেখি। এই জন্য আসলে এখন বলা সম্ভব হচ্ছে না কোন পদে কত জনের বিজ্ঞপ্তি আসতে পারে।
Discussion about this post