নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট কমানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে করোনায় আটকে থাকা বিভিন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৫৩তম একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সরাসরি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। অনেক দিন ধরে পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন। তাদের কথা চিন্তা করে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার ধরন, পদ্ধতি ইত্যাদি বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, সেমিস্টার পরীক্ষার মতো ৭০ নম্বরের ৪ ঘণ্টার পরীক্ষা দিতে হবে। এর মধ্যে লিখিত ৩০ নম্বর ও এমসিকিউ ১০ নম্বরের হবে এবং ৩০ নম্বরের ভাইভা হবে। পরীক্ষার শুরুতে ক্যামেরায় পুরো কক্ষ ভিডিওর মাধ্যমে দেখাতে হবে। পরীক্ষার খাতা ক্যামেরার সামনে রাখতে হবে যাতে সবকিছু স্পষ্ট বোঝা যায়।
Discussion about this post