খেলাধূলা ডেস্ক
প্রথম ইনিংসে যাও একটু লড়াই করেছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে কিউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। যার ফলে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে গেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ালো মাত্র ১৩৯ রান। হাতে পেয়েছে ৫৩ ওভার।
প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল ভারতীয়রা। জবাবে অবশ্য নিউজিল্যান্ডও খুব বেশিদুর যেতে পারেনি। তারা অলআউট হয়েছে ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।
সাউদাম্পটনের এজবাস্টনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আজ চলছে ৬ষ্ঠ দিন। আইসিসি আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে হিসেবে রেখেছিল। বৃষ্টির কারণে সেটাকেই কাজে লাগাতে হচ্ছে।
পঞ্চম দিন শেষ বিকেলে ৩০ ওভার ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৪ রান। আজ ৬ষ্ঠ দিন ব্যাট করতে নেমেছিলেন ১২ রান নিয়ে চেতেশ্বর পুজারা এবং ৮ রান নিয়ে বিরাট কোহলি।
দিনের শুরুতেই উইকেট বিসর্জন দিয়ে আসেন কোহলি এবং পুজারা। কোহলি করেন ১৩ রান এবং পুজারা আউট হন ১৫ রান করে। রিশাভ পান্ত কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ৮৮ বল খেলে ৪১ রান করেন তিনি। রবিন্দ্র জাদেজা করেন ১৬ রান।
রবিচন্দ্রন অশ্বিন করেন ৭ রান এবং মোহাম্মদ শামি করেন ১৩ রান। ইশান্ত শর্মা ১ রানে অপরাজিত থাকেন। জসপ্রিত বুমরাহ কোনো রান না করে আউট হতেই অলআউট হয়ে যায় ভারত। আগেরদিন রোহিত শর্মা করেছিলেন ৩০ রান।
Discussion about this post