খেলাধূলা ডেস্ক
আজ বিকেলেই জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এই দল দেখেই বোঝা যাচ্ছে, জিম্বাবুয়ে সফরে খেলবেন সাকিব। যদিও বিষয়টা এখনও জ্বল্পনা-কল্পনা রয়েছে।
আজ দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর অপর নির্বাচক হাবিবুল বাশারও সেভাবে নিশ্চিত করে বলতে পারেননি যে সাকিব সব ফরম্যাটেই খেলবেন।
এ সম্পর্কে হাবিবুল বাশার যে কথা বলেছেন, তাতেও সাকিবের জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ খেলার বিষয়ে কোন নিশ্চয়তা নেই। বাশার বলেন, ‘সাকিব যেহেতু না বলেননি, তাই ধরে নেয়া যায় সে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন সিরিজেই অংশ নেবে।’
হাবিবুল বাশার সুমন আরো বলেন, ‘আমরা যখন কোনো দল নির্বাচন করি, আমাদের কাছে অ্যাভেইলেবল ও নন-অ্যাভেইলেবল খেলোয়াড়দের তালিকা আসে। এর আগে যখন নিউজিল্যান্ড সফরের দল হয় সাকিব আল হাসান কিন্তু বলেছিলেন যে, আমি থাকব না। এবার কিন্তু তিনি নিজে থেকে কিছু বলেননি, আমাদের কাছে কিছু আসেওনি। কেউ এই সংস্করণে খেলতে চায় না কিংবা কেউ ওই সংস্করণে খেলতে চায় না- এমন কিছু আসেনি। সাকিবের বিষয়েও আসেনি। তার মানে তিনি সব সংস্করণেই খেলতে চাচ্ছেন।’
Discussion about this post