শিক্ষার আলো ডেস্ক
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অলিম্পিয়াড করলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী।
প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন- পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ শাহানুল ইসলাম, প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় এমআইএসটি’র আব্দুল খালেদ, স্কুল কুইজ প্রতিযোগিতায় হলিক্রস কলেজের সোমাইয়া রহমান, রেডিও কলোনী বিদ্যালয়ের মোঃ মুইজুল হক আজাদ এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ফাতেমা আক্তার বিথী।
অলিম্পিয়াড শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “প্লাস্টিক ও পলিথিনের বর্জ্যে পরিবেশ দূষিত হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমাদের বাসা-বাড়ী ও কর্মস্থলকে বর্জ্য ফেলার অভিশাপ মুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বর্জ্যমুক্ত রাখা শিক্ষার্থীদের নৈতিক কর্তব্য। পরিবেশ শিষ্টাচার রক্ষা নাগরিকদের কর্তব্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ কবিরুল বাসার ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ মোঃ শাহেদুর রহমান বক্তৃতা করেন।
অনুষ্ঠান শেষে একটি পরিবেশ স্মারক গ্রন্থ উন্মোচন করা হয়।
Discussion about this post