দেখা যায় না, কিন্তু একটা দেয়াল আছে। সেই দেয়াল মানুষকে আলাদা করে দিয়েছে। এই দেয়াল তুলে দিয়েছে কোভিড-১৯ নামের প্রাণঘাতী ভাইরাস। বাবা আক্রান্ত হয়েছেন কোভিডে। ছোট্ট ছেলে যেতে পারছে না অসুস্থ বাবার কাছে। দুজন দুই পাশে, মাঝখানে অদেখা কাচের দেয়াল। মর্মস্পর্শী এই দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন খ্যাতনামা শিল্পী জামাল আহমেদ। ‘কাছে থেকেও দূরে’ নামেরসহ ৩২৫টি শিল্পকর্ম নিয়ে এক ব্যতিক্রমী প্রদর্শনী গতকাল মঙ্গলবার শুরু হলো শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।
গত মার্চের শেষার্ধ থেকে দেশে শুরু হলো করোনার প্রকোপ। এরপর সৃষ্টি হলো এক আতঙ্কজনক পরিস্থিতি। কোনো পরিবারের কেউ আক্রান্ত হলে পুরো পরিবারটিকে প্রায় একঘরে করে রাখা হতো। নিরাপত্তার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে তৈরি হয়েছিল এক অন্য রকম বিচ্ছিন্নতা। মা–বাবা আক্রান্ত হলে সন্তান, কিংবা সন্তান আক্রান্ত হলে মা–বাবা তার কাছে গিয়ে শুশ্রূষার হাত রাখতে পারেন না গায়ে, মাথায়। এ এক দুর্বিষহ পরিবেশ। এখন করোনার প্রাথমিক পর্বের সেই ভয়-আতঙ্ক অনেকটা কমলেও রোগের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ, সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত লড়াই চলছে করোনা মোকাবিলার জন্য। দেশের চারুশিল্পীরাও যুক্ত হলেন এতে।
Discussion about this post