শিক্ষার আলো ডেস্ক
দেশে চলমান করোনা ভাইরাসের পরিস্থিতির যদি আরও অবনতি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হবে। তবে এ বিষয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না ঢাবি। পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই সিদ্ধান্ত নিতে চায় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এই অবস্থায় ঢাবির অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আসছে না। ফলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেক কাজই তারা করতে পারছে না। এই অবস্থা অব্যাহত থাকলে জুলাইয়ের ৩১ তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু করা কঠিন হয়ে যাবে।
সূত্র আরও জানায়, শিক্ষকরা অনুপস্থিত থাকলেও ভর্তি পরীক্ষার অনেক কাজ গুছিয়ে নেয়া হচ্ছে। আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে তারা। তবে সংক্রমণ পরিস্থিতি এভাবে বাড়তে থাকলে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আসতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করে আমাদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সংক্রমণ পরিস্থিতি যদি এমনই থাকে অথবা আরও খারাপ হয় তখন ভর্তি পরীক্ষা পেছানো ছাড়া আর উপায় থাকবে না।
আমাদের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাটা আগে। তবে পরীক্ষার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে আমাদের উপাচার্য মহোদয়, একাডেমিক কাউন্সিল ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
Discussion about this post