নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ জুলাই থেকে অনলাইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অসমাপ্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৪জুন ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাচার্য জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এসকল পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন সেমিস্টারের নিয়মিত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।
Discussion about this post