নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের পক্ষে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছে। আগামী রোববার (২৭ জুন) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা থাকলেও সেটি হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী রোববার শুনানি হওয়ার কথা থাকলেও সিরিয়াল পড়েছে ৫৫ নম্বরে। অনেক নিচে সিরিয়াল হওয়ায় এদিন শুনানি হওয়ার সম্ভাবনা নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রোববার আমাদের শুনানি হওয়ার কথা থাকলে সেটি হওয়া নিয়ে আমরা সন্দিহান। আমরা চেষ্টা করবো শুনানি করার জন্য। তবে সিরিয়াল অনেক পেছনে হওয়ায় কি হবে বোঝা যাচ্ছে না এখনো।
এর আগে গত মঙ্গলবার (২২ জুন) চেম্বার কোর্টে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের কথা শুনে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
Discussion about this post