শিক্ষার আলো ডেস্ক
করোনায় শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ডকে ভেঙেছে যশোরে । গত ২৪ ঘন্টায় যশোরে ৯৫১ নমুনা পরিক্ষায় ৪৭০ জনের করোনা পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ১৮৭ জনে।
শনিবার (২৬ জুন) যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. মো: রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৪০টি নমুনা পরীক্ষায় ৪৬৯ জনের পজিটিভ ফলাফল এসেছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজে ১১টি নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩০৯ জন, কেশবপুরে ২৪ জন, ঝিকরগাছায় ২৪ জন, অভয়নগরে ৪৮ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ০২ জন, শার্শায় ৩২ জন ও চৌগাছায় ১২ জন রয়েছেন।
এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে।
Discussion about this post