নিজস্ব প্রতিবেদক
সারাদেশে আবারো কঠোর লকডাউনের কারণে আগামীকাল রবিবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল পরীক্ষা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সঙ্গে সাথে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও সকল বিভাগীয় চেয়ারম্যানের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সশরীরের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও ভাইভা পূর্বের ন্যয় চলমান থাকবে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৪ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া চূড়ান্ত পর্বের (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা সশরীরে শুরু হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং গণিত বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Discussion about this post