নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে।
শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পরিস্থিতির কারণে সময়সীমা বাড়াতে অসুবিধা নেই। এই পরিস্থিতিতে যতদূর পর্যন্ত নেওয়া যায়, বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দেওয়ার শেষ সময়সীমা রয়েছে ২৯ জুন পর্যন্ত।
Discussion about this post