তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মান-২৫ সময়-২৫ মিনিট
ছায়েদ আহম্মদ মজুমদার
শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?
ক. লর্ড বায়রন খ. ম্যাক্সওয়েবার
গ. আইনস্টাইন ঘ. জগদীশচন্দ্র বসু
২। কোনটিকে কেন্দ্র করে নানা ধরনের Application Software বিস্তৃৃত হয়?
ক. Intranet খ. Internet
গ. Infranet ঘ. Intercom
৩। এমএস ডস অপারেটিং সিস্টেম কে তৈরি করে?
ক. Apple খ. Microsoft গ. Dell ঘ. HP
৪। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?
ক. ইন্টারনেট খ. জিপিএস
গ. মাল্টিমিডিয়া ঘ. ওয়েবসাইট পোর্টাল
৫। অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিচের কোনটি?
ক. পরিচালনা করা খ. লেখালেখি করা
গ. হিসাব করা ঘ. ব্যবস্থাপনা
৬। কোনো সফটওয়্যার install করতে হলে সফটওয়্যারটির কোন ধরনের কপি আমাদের প্রয়োজন?
ক. প্রোগ্রাম খ. হার্ড কপি
গ. ডিজিটাল কপি ঘ. অ্যানালগ কপি
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কম্পিউটারে Antivirus সফটওয়্যার থাকা সত্ত্বেও তা সঠিকভাবে ভাইরাস দমনে কাজ করছিল না। মাহমুদ সাহেব কিছুতেই এর কারণ বুঝতে পারছিলেন না।
৭। সফটওয়্যারটি কাজ না করার কারণ কী?
ক. ব্যাকআপ না থাকা
খ. মাদারবোর্ড না থাকা
গ. হালনাগাদ না থাকা
ঘ. মেমোরিতে জায়গা কম থাকা
৮। মাহমুদ সাহেব তাঁর কাজে ব্যবহার করতে পারেন এমন সফটওয়্যার হলো—
i. AVG ii. NORTON iii. MALWARE
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি অবশ্যই প্রয়োজন?
ক. অডিও খ. মোবাইল ফোন
গ. ইন্টারনেট ঘ. কম্পিউটার
১০। যে ধরনের ই-বইগুলো ইন্টারনেটে পড়া যায়, সেগুলোর প্রকাশিত ফরম্যাট কোনটি?
ক. পিডিএফ খ. এইচটিএমএল
গ. জেপিজি ঘ. বিএমপি
১১। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার?
ক. রোবোটিক খ. তথ্যপ্রযুক্তি
গ. আর্কিটেকচার ঘ. ইন্টারনেট
১২। লেখালেখির সাজসজ্জার প্রথম বিষয় কোনটি?
ক. বানান সংশোধন খ. ফন্ট নির্ধারণ করা
গ. ফন্ট সাইজ নির্ধারণ ঘ. ফন্টের রং নির্ধারণ
১৩। line spacing কোন কাজে ব্যবহার করা হয়?
ক. তালিকার ধারাবাহিকতা রক্ষা
খ. document-এর মার্জিন নির্ধারণে
গ. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণে
ঘ. বিভিন্ন আকার-আকৃতি প্রদান করতে
১৪। স্মার্ট ই-বুক সম্পর্কে সঠিক তথ্যটি হলো—
i. এতে কুইজ ব্যবহারের ব্যবস্থা নেই
ii. এর কনটেন্ট মাল্টিমিডিয়াতে সমৃদ্ধ
iii. এসব ই-বুকে ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। এক্সেল সফটওয়্যার মূলত কোন কাজে ব্যবহার হয়?
ক. গ্রাফিকস ডিজাইনে খ. ডেটা সংরক্ষণে
গ. লেখালেখির কাজে ঘ. হিসাব-নিকাশের কাজে
১৬। টেবিলে কী থাকে?
ক. কলাম খ. সারি
গ. উভয়ই ঘ. কোনোটিই নয়
১৭। ভিডিও ধারণ, সম্পাদনা ও সংরক্ষণে ব্যবহূত হয় কোন পদ্ধতি?
ক. ডিজিটাল পদ্ধতি খ. অ্যানালগ পদ্ধতি
গ. অ্যানিমেশন ঘ. কমার্শিয়াল গ্রাফিকস
১৮। পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে-আউটে খ. টেক্সট বক্সের ভেতরে
গ. থাম্বনেইলে ঘ. মেন্যু বারে
১৯। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে Ctrl + M কিবোর্ড কমান্ড দিলে কী ঘটবে?
ক. পুরোনো স্লাইড খোলা যাবে
খ. নতুন একটি স্লাইড যুক্ত হবে
গ. স্লাইডের আকার বড় হবে
ঘ. প্রেজেন্টেশন সংরক্ষিত হবে
২০। স্লাইডে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে কোন বোতামটি সক্রিয় করতে হবে?
ক. Home বোতাম
খ. Solid Fill রেডিও বোতাম
গ. Background style বোতাম ঘ. Fill বোতাম
২১। ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে খ. পর্দার ডান পাশে
গ. মেন্যুবারে ঘ. স্ক্রলবারে
২২। ফোর্থ ডাইমেনশন কী ধরনের প্রোগ্রাম?
ক. প্রেজেন্টেশন প্রোগ্রাম খ. ডিজাইন প্রোগ্রাম
গ. ডেটাবেইস প্রোগ্রাম ঘ. ইন্টারনেট প্রোগ্রাম
২৩. কোনো টেবিল ফিল্ডকে কুয়েরি আহরণ ছকের ফিল্ড ঘরে আনতে যা করতে হবে—
ক. কুয়েরিকে রিপোর্ট আকারে প্রকাশ
করতে হবে
খ. Add বোতামে চাপ দিতে হবে
গ. ফিল্ড নাম পরিবর্তন করতে হবে
ঘ. ফিল্ডের নামের ওপর ডাবল ক্লিক করতে হবে
২৪. ডেটাকে বড় থেকে ছোট ক্রমের দিকে সাজানোকে কী বলে?
ক. আরোহ পদ্ধতি খ. অবরোহী পদ্ধতি
গ. Maximization ঘ. Minimization
২৫. ডেটাশিট ভিউয়ে ডেটাবেইসের টেবিলের কোন fieldটি প্রাথমিকভাবে সিলেক্টেড থাকে?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
Discussion about this post