নিজস্ব প্রতিবেদক
তিন মাস পার হলেও এখনো ফল প্রকাশ করা যায়নি ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার। তবে ফল প্রায় চূড়ান্ত পর্যায়েও। এক সপ্তাহের মধ্যে এ ফল প্রকাশের প্রস্তুতি ছিল সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। কিন্তু হঠাৎ করোনার ঊর্ধ্বগতি ও লকডাউনের কারণে আটকে যাচ্ছে ফল প্রকাশ।
পিএসসি সূত্র বলছে, করোনার কারণে কঠোর লকডাউন ঘোষণা করায় ৪১তম প্রিলির ফল ঈদুল আজহার আগে দেওয়া সম্ভব হবে না।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ বলেন, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রায় চূড়ান্ত ছিল। লকডাউনে অফিস বন্ধের ঘোষণা এলে প্রিলির ফল ঈদের আগে দেওয়া সম্ভব হবে না। কারণ এই সময় ফল তৈরির সঙ্গে জড়িত কেউ অফিসে আসতে পারবেন না। তবে আর এক সপ্তাহ কাজের সময় পেলেই এই ফল প্রকাশ করা দেওয়া সম্ভব হতো বলেও জানান তিনি।
এর আগে এই পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছিলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের যেকোনো সময় প্রিলির ফল প্রকাশ হতে পারে। এ বিষয়ে এখন তিনি জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের চিন্তা করেই পিএসসি এতদিন কাজ করছিল।
Discussion about this post