খেলাধূলা ডেস্ক
ব্রাজিলের ডিফেন্ডার ফেলিপ মন্তেইরো চলতি কোপা আমেরিকার আসর থেকে ছিটকে গেলেন । জাতীয় দলের জার্সিতে এবারের কোপায় কোনো ম্যাচ না খেলেই যাত্রা শেষ হয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের এ ডিফেন্ডারের।
ডান পায়ের হাঁটুর চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো ৩২ বছর বয়সী ডিফেন্ডারকে। তাকে ছাড়াই কোপা আমেরিকাসহ চলতি গ্রীষ্মের সকল ম্যাচ খেলতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
পরবর্তী পরীক্ষানিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তার ইনজুরির গভীরতার ব্যাপারে। ফিজিও থেরাপিস্টরা জানিয়েছেন, চলতি গ্রীষ্মে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি।
এখন ফেলিপে মন্তেইরোর জায়গায় কোপা আমেরিকার বাকি ম্যাচগুলোর রেড বুল ব্রাগান্তিনোর ২৫ বছর বয়সী ফুল ব্যাক লিও অর্তিজকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ।
Discussion about this post