নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার এনটিআরসিএর আপিল শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএর সচিব এটিএম মাহবুব উল করিম।
তিনি জানান, রিটকারীদের যে মামলা ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে। আদালত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলেছে। এর ফলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই।
ওই কর্মকর্তা আরও জানান, আজ বিকেলে আমাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। কবে ফল প্রকাশ করা হবে সেটিও আজ ঠিক করা হবে। এর মধ্যে টেলিটকের সঙ্গে কথা বলতে হবে। আমরা চাইবো আজকে রাতেই সুপারিশ করতে।আপনারা আর একটু অপেক্ষা করুন। এ রায়ের ফলে ভবিষ্যতে কেউ আর এ রিট নিয়ে চিন্তা করতে পারবে না। মেধাবীরা নিয়োগ পাচ্ছে এটাই বড় অর্জন বলে আমরা মনে করি।
Discussion about this post