খেলাধূলা ডেস্ক
সফরকারী দল দক্ষিণ আফ্রিকা ১ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে গো-হারা হেরেছিল । ক্যারিবীয় তারকা এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩০ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পেয়ে যায় প্রোটিয়ারা।
গ্রেনাডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো কুইন্টন ডি ককরা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতা বিরাজ করছে।
সেন্ট জর্জে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখি ব্যাটিং শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার রিজা হেন্ডরিক্স এবং কুইন্টন ডি কক। মাত্র ৬.৫ ওভারে ৭৩ রানের জুটি গড়েন তারা দু’জন।
২০ বলে ২৬ রান করে প্রথম আউট হন কুইন্টন ডি কক। ৩০ বলে রান করেন রিজা হেন্ডরিক্স। অধিনায়ক টেম্বা বাভুমা ৩৩ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। যদিও শেষের দিকে ব্যাটসম্যানরা আর উইকেটে দাঁড়াতে পারেননি। যার ফলে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের বোলার ওদেব ম্যাকয় ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। কেভিন সিনক্লেয়ার ২ উইকেট নেন ২৩ রান দিয়ে। জেসন হোল্ডার এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট।
Discussion about this post