ক. কী চাহ শঙ্খচিল
খ. জন্ম যদি তব বঙ্গে
গ. একদা এক রাজ্যে
ঘ. রাইফেল রোটি আওরাত
২। বাংলাদেশের প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোথায়?
ক. রংপুরের মিঠাপুকুরে
খ. ঢাকার কেরানীগঞ্জে
গ. খুলনার মংলায়
ঘ. টাঙ্গাইলের মির্জাপুরে
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে?
ক. পঞ্চম জর্জ
খ. স্যার এ এফ রহমান
গ. লর্ড ডানডাস
ঘ. পি জে হার্টজ
৪। ২০১৩ সালের টি-২০ বিশ্বকাপের প্রস্তাবিত ভেন্যু নয়-
ক. শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
খ. সিলেট বিভাগীয় স্টেডিয়াম
গ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
ঘ. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৫। ‘ঘৃণিত রাজাকার’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. মেহেরপুরে খ. চুয়াডাঙ্গায়
গ. কুষ্টিয়ায় ঘ. মাগুরায়
৬। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম-
ক. সিসমোমিটার খ. ক্রোনোমিটার
গ. হাইড্রোমিটার ঘ. ল্যাকটোমিটার
৭। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৬০টি খ. ৬৪টি
গ. ৬৫টি ঘ. ৫৫টি
৮। ১ টাকা ও ২ টাকার নোটে স্বাক্ষর করেন-
ক. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
খ. অর্থসচিব
গ. অর্থমন্ত্রী
ঘ. অর্থ উপদেষ্টা
৯। পূর্বাশা দ্বীপের আরেক নাম কী?
ক. দক্ষিণ তালপট্টি
খ. নিঝুম দ্বীপ
গ. কুতুবদিয়া
ঘ. মহেশখালী
১০। ‘International Day of Charity’ কোন তারিখে পালন করা হয়?
ক. ৫ সেপ্টেম্বর খ. ৬ সেপ্টেম্বর
গ. ৭ সেপ্টেম্বর ঘ. ৮ সেপ্টেম্বর
১১। ‘বার্ড’ প্রতিষ্ঠা করেন-
ক. আবদুল হামিদ খান ভাসানী
খ. এ কে ফজলুল হক
গ. আখতার হামিদ খান
ঘ. আজিজুল হক
১২। মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে আছে কোন দেশ?
ক. ভারত খ. চীন
গ. ভিয়েতনাম ঘ. ইন্দোনেশিয়া
১৩। মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায়?
ক. কালীগঞ্জে খ. কমলগঞ্জে
গ. ফেঞ্চুগঞ্জে ঘ. করিমগঞ্জে
১৪। ‘আমার দেশের জনগণের শান্তির জন্যই আমাকে যুদ্ধ করতে হবে’- উক্তিটি কার?
ক. অ্যাডলফ হিটলার
খ. সাদ্দাম হোসেন
গ. বারাক ওমামা
ঘ. বাশার আল আসাদ
১৫। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (এলওএম) বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১৪৮টি খ. ১৪৯টি
গ. ১৫০টি ঘ. ১৫১টি
১৬। ‘বাংলাদেশের আকবর’ নামে কে পরিচিত ছিলেন?
ক. সিকান্দার শাহ
খ. হোসেন শাহ
গ. ফিরোজ শাহ
ঘ. নুসরত শাহ
১৭। নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন কত সালে?
ক. ১৯৯০ সালে খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৭ সালে
১৮। মালালা ইউসুফজাই কোন শহরে গুলিবিদ্ধ হন?
ক. মিঙ্গোরো খ. অ্যাবোটাবাদ
গ. করাচি ঘ. পাঞ্জাব
১৯। মিয়ানমারের নাসাকা বাহিনী বিলুপ্ত হয় কত তারিখে?
ক. ২২ জানুয়ারি, ২০১৩
খ. ৬ মার্চ, ২০১৩
গ. ১৬ জুন, ২০১৩
ঘ. ১১ জুলাই, ২০১৩
২০। ‘রাফাহ সীমান্ত’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত-পাকিস্তান
খ. চীন-আফগানিস্তান
গ. মিসর-ফিলিস্তিন
ঘ. লিবিয়া-মিসর
২১। ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. এলিস মুনরো
খ. রেনডি শেকম্যান
গ. ইউজিন ফামা
ঘ. পিটার হিগস
২২। ২০১৪ সালে ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) বিদেশি ভাষা বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে কোন চলচ্চিত্র?
ক. দেবদাস খ. টেলিভিশন
গ. লালন ঘ. হৃদয়ে ৭১
২৩। ২০১৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস, ফ্রান্স
খ. সিউল, দক্ষিণ কোরিয়া
গ. সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
ঘ. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৪। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
ক. জার্মানি খ. চীন
গ. পাকিস্তান ঘ. ইরান
২৫। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে?
ক. ১৯৪৮ খ. ১৯৫৫
গ. ১৯৬৯ ঘ. ১৯৮১
২৬। বাংলাদেশের সংবাদ সংস্থা-
ক. এপি খ. ইউএনবি
গ. রয়টার্স ঘ. এএফপি
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ক
১৯. ঘ ২০. গ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ
Discussion about this post