১. উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি?
– গলগি বডি
২. কোনটি কোষীয় কঙ্কাল নয়?
– ডায়াটম
৩. কোনটি আদি কোষের উদাহারণ?
– ব্যাকটেরিয়া
৪. অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টি হয় কোনটিতে?
– Nicotiana tabacum
৫. কোষের আকৃতি-প্রকৃতির উপর নির্ভর করে সরল টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়?
– ৩ ভাগে
৬. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
– বিভাজন ক্ষমতাসম্পন্ন
৭. ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করে?
– বার্নেস
৮. জীবনের আণবিক ভিত্তি বলা হয় কোনটিকে?
– DNA
৯. পাতার মাধ্যমে বংশ বৃদ্ধি ঘটে কোনটির?
– পাথরকুচি
১০. ব্যাঙ কোন ধরনের খাদক?
– সেকেন্ডারি
১১. পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কী বলে?
– টেপাল
১২. চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি?
– ইয়ালোপ্লাস্ট
১৩. DNA অনুর ভৌত মডেল উপস্থাপন করেন কে?
– ওয়াটসন ও ক্রিক
১৪. কোনটিতে লাইসোসোম থাকে না?
– RBC
১৫. শতকরা কত ভাগ প্রস্বেদন পত্ররন্ধ্রীয় প্রক্রিয়ায় হয়ে থাকে?
– ৯০-৯৫%
১৬. অধোমুখী ডিম্বক কোনটি?
– ডিম্বকনাভী
১৭. সবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?
– ৩৬
১৮. ছত্রাক থেকে কোন ভিটামিন উৎপাদন করা হয়?
– ভিটামিন বি
১৯. মজ্জার প্রধান কাজ কোনটি?
– খাদ্য সঞ্চয়
২০. একবীজপত্রী উদ্ভিদ কান্ডের জাইলেমের আকৃতি কেমন?
– V আকৃতি
২১. গর্ভাশয় প্রাচীর নিচে কোনটিতে বিকশিত হয়?
– ফলত্বক
২২. DNA কত ধরনের ক্ষার নিয়ে গঠিত?
– ৪ ধরনের
২৩. কোন টিস্যু হতে এপিডার্মিসের উৎপত্তি?
– প্রোটোডার্ম
২৪. নিচের কোনটি ফটোসিস্টেমের অংশ নয়?
– আলোক বিকিরণ কেন্দ্র
২৫. Racodium কোন ধরনের লাইকেন?
– সূত্রাকার
২৬. E. Coli কোষে ক্রোমোসোমের সংখ্যা কতটি?
– ১ টি
২৭. ক্ষুদি পানা কোন ধরনের জলজ উদ্ভিদ?
– মুক্ত ভাসমান।
২৮. আবৃতিজীবী উদ্ভিদের যৌন জনন কোন প্রক্রিয়ায় হয়?
– উগ্যামাস
২৯. বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল আছে কোনটিতে?
– একবীজপত্রী কান্ড
৩০. বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?
– কোলেটার্স
৩১. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোথায় ঘটে?
– সাইটোপ্লাজম
৩২. বাংলাদেশে কতটি নগ্নবীজী উদ্ভিদ আছে?
– ৫
৩৩. নগ্নবীজী উদ্ভীদের পরাগায়নের মাধ্যম কোনটি?
– বায়ু
৩৪. খনিজ লবণের পরিবহনে প্রভাবক কারা?
– আলো, তাপমাত্রা, আয়তনের ঘনত্ব
৩৫. জিংক কেমন মৌল?
– মাইক্রোমৌল
৩৬. এক অনু গ্লুকোজের শক্তির কত শতাংশ প্রাপ্তি ঘটে?
– ২.২২
৩৭. ম্যাক্রো গ্যামিটোসাইটের বৈশিষ্ট্য –
সাইটোপ্লাজম ঘন
৩৮. সর্বাপেক্ষা উন্নত অপুষ্পক উদ্ভিদ কোনটি?
– ফার্ন
৩৯. E. Coli এর ক্রোমোসোম সংখ্যা কতটি?
– ১ টি
৪০. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে কোনটিকে ব্যবহার করা হয়?
– Agrobacterium tumefaciens
Discussion about this post