নিজস্ব প্রতিবেদক
মাদ্রাসা ও কারিগরির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের আট হাজার ৩৬ জন শিক্ষককে বিশেষ অনুদানের ৫ কোটি টাকা দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অনুদানের টাকা দেয়া হয়েছে।
বুধবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০০টি মাদ্রাস ও কারিগরি প্রতিষ্ঠান ২৫ হাজার, ৫০০ শিক্ষক-কর্মচারী ১০ হাজার, ১ম থেকেই ৫ম শ্রেণীর ইবতেদায়ী শাখার ১২৫০ শিক্ষার্থী ৩ হাজার, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির দাখিল ও ভোকেশনালের ৪ হাজার ৫০১ ছাত্র-ছাত্রীকে ৫ হাজার, আলিম, বিএম ও ডিপ্লোমার ১২৫০ শিক্ষার্থীকে ৬ হাজার এবং কামিল-ফাযিলের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে টাকা দেয়া হবে।
মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’র মাধ্যমে এই টাকা বিতরণ করা হবে। একজন শিক্ষার্থী একাধিক আবেদন করলেও তিনি একটি আবেদনের জন্য বিবেচিত হয়েছেন।
অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post