নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের টিকা পেতে শিক্ষার্থীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র করার (যাদের নাই) নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদেরকে তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এই সময়সীমা মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন থেকে এই তালিকা অনুমোদিত হবার পর শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে https://ssl.du.ac.bd/studentlogin এই ঠিকানায় গিয়ে ড্যাসবোর্ডে লগইন করে প্রয়োজনীয় পূরণ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন-
Discussion about this post