নিজস্ব প্রতিবেদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক শিক্ষার্থীরা করোনার টিকা পাচ্ছেন। টিকা সংক্রান্ত সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হতে পারবেন শিক্ষার্থীরা।
শেকৃবির রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ইতোমধ্যেই চার হাজার ৪০০ শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ কীভাবে টিকা নেওয়া যাবে, তা সরকারি নির্দেশনা অনুযায়ী পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে যেসব শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে জমা দেওয়া হয়েছে, তারা সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, টিকার জন্য ৩৮ বিশ্ববিদ্যালয়ের এক লাখ তিন হাজার ১৫২ আবাসিক শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়েছে।
চলমান করোনা মহামারির জন্য গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় টিকাদান ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালু করছে না সরকার।
Discussion about this post