নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ২১২১ জন সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ১ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সারাদেশব্যাপী কঠোর লকডাউন/শাটডাউন জনিত কারণে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ২১২১ জন সহকারী শিক্ষক/শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া ভাইভা শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ জন সহকারী শিক্ষক/শিক্ষিকাদের ৪ জুলাই থেকে ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল।
Discussion about this post