ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর ৭৮ ডিএসএসসি (এএমসসি) এবং ৬৫তম ডিএসএসসি (এডিসি) অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। ২ জুলাই থেকে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে। এছাড়া সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ইন্টার্ণশীপ সম্পন্ন করতে হবে।
যোগ্যতা:
(১) বয়স: ০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
(২) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ এমবিবিএস ডিগ্রীসহ ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারি ২০২১ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারি ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
আবেদন করার পদ্ধতি:
১. ২ জুলাই ২০২১ তারিখ থেকে http://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Hot Pagl এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। আবেদনপ্রার্থীতের Trust Bank t-cash, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে পারবেন। আবেদন প্রক্রিয়াকেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
২. অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩১১৯৭৯) সরাসরি যোগাযোগ করুন।
Discussion about this post