আন্তর্জাতিক ডেস্ক
আজ শনিবার কুয়েতের উত্তরাঞ্চলীয় শহর আল জাহরার তাপমাত্রা ৫৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা চলতি বছরে গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটিও ছিল কুয়েতের।
গত ২২ জুন দেশটির নুওয়াইসিব শহরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৫৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় ২০২১ সালে কুয়েতের তাপমাত্রা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। গত ১ জুলাই ইরাকের তাপমাত্রা উঠেছিল ৫১ দশমিক ৬ ডিগ্রিতে, একই সময় ইরানের ওমিদিয়া শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান ও সৌদি আরবের মতো দেশগুলোতেও গত জুন মাসে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো বরাবরই উষ্ণ আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত। সেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকভাবেই ৪০ ডিগ্রির ওপরে থাকে। তবে চলতি বছর তুলনামূলক বেশি গরম পড়ছে অঞ্চলটিতে।
নরওয়েজিয়ান পর্যবেক্ষক সংস্থা টাইম অ্যান্ড ডেটের হিসাবে, গত ৫ জুন কুয়েত এবং দোহা ছিল পৃথিবীর উষ্ণতম রাজধানী। সেদিন এ দুটি শহরের তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছেছিল।
সূত্র: আল জাজিরা, গালফ নিউজ
Discussion about this post